‘জারোত কোকরা নাগছি, কম্বোলকোনা উপকারে নাগবে’

কুড়িগ্রাম প্রথম আলো চর আলোর পাঠশালা মাঠে কম্বল নিতে আসা শীতার্তরা। আজ শনিবার সকালে
ছবি: প্রথম আলো

গায়ে গামছা জড়িয়ে কুড়িগ্রাম প্রথম আলো চর আলোর পাঠশালা মাঠে এসেছেন দিনমজুর ছাফাল উল্লা (৬২)। লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর একটি কম্বল হাতে পেলেন। এরপর তিনি বললেন, ‘চরের মানষের দুঃখ যায় না। ছয়বার বন্যা হয়া গেইল, আবাদ শ্যাষ। চাষারি কামকাজ নাই, বাড়িত বসি। ভাতে খাই, না গরম কাপড় কিনি? ছাওয়া পাওয়া ধরি জারোত (শীত) কোকরা নাগছি। কম্বোলকোনা সেই রকম উপকারে নাগবে।’

আজ শনিবার বেলা ১১টায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুড়িগ্রাম প্রথম আলো চরে ২০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দুধকুমার নদের পূর্বপারে দুধকুমার ও শংকোস নদনদীর মধ্যবর্তি স্থানে চরটি অবস্থিত।

কুড়িগ্রামে শীত জেকে বসেছে। এতে কষ্ট পাচ্ছে দরিদ্র মানুষ। বিশেষ করে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদনদীর মধবর্তী ৪২০টি চরের মানুষ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্র ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ঘন কুয়াশা ও তীব্র বাতাসে মানুষের অবস্থা কাহিল। সককাল ১০টার পর রোদের দেখা পাওয়া গেলেও সন্ধ্যার পর ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা অনুভূত হয়।

তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতে গতকাল শুক্রবার রাতে বন্ধুসভার সদস্যরা প্রথম আলো চরে বাড়ি বাড়ি গিয়ে টোকেন দিয়ে আসেন। সকালে নৌকায় করে কম্বল নিয়ে যাওয়া হয় সেই চরে। এরপর লাইনে দাঁড় করিয়ে সেগুলো চরের অসহায় মানুষের মধ্যে বিতরন করা হয়।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বন্ধুসভার সদস্যরা। শনিবার কুড়িগ্রাম প্রথম আলো চর আলোর পাঠশালা মাঠে
ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল বুকে চেপে ধরে বৃদ্ধ আনোয়ারা বেগম (৬১) বলেন, ‘জারোত আর বাঁচং না বাবা। রাইতোত হুহু করি বাতাস ঢোকে। ঠরঠর করি গাঁও কাঁপে। বুড়া মানুষ উসুমের কাপড় নাই। তোমরা গুলার দেওয়া কম্বল কোনা উসুম দিবে।’
পাশেই দাঁড়ানো মিলিকজান (৬৫) নাতনিকে কোলে করে কম্বল নিতে এসেছেন। এ সময় তিনি বলেন, শীত আর বাতাসে চরের মানষের অবস্থা কাহিল। কম্বল পেয়ে খুব উপকার হল।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান, প্রথম আলো চর আলোর পাঠশালা পরিচালনা কমিটির সদস্য চরের বাসিন্দা আবদুর সোবহান, ফজলার রহমান, মজিবর রহমান, কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি আসিফ ওয়াহিদ, সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ প্রমুখ।

শীতার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারেন আপনিও। সহায়তা পাঠানো যাবে ব্যাংকের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪ ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।