জাল কেড়ে নিয়ে মারধর করে ২০ জেলেকে ছেড়ে দিল মিয়ানমারের নৌবাহিনী

বঙ্গোপসাগরে জেলে নৌকা
ফাইল ছবি

চারটি নৌকায় থাকা বাংলাদেশি ২০ জেলেকে ধরে নিয়ে মারধর করে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। তবে নৌকায় থাকা জেলেদের ছয় লাখ টাকা মূল্যের জালগুলো কেড়ে নিয়েছে তারা। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য নুরুল আমিন।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে সেন্ট মার্টিনের অদূরে সীতাপাহাড় এলাকা থেকে ৪টি নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। ওই দিন রাতেই ২০ জেলে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটে ফিরে এসেছেন।

ইউপি সদস্য নুরুল আমিন বলেন, সেন্ট মার্টিনের অদূরে সাগরে টেকনাফের শাহপরীর দ্বীপের ৪টি নৌকায় মাছ শিকার করতে যান ২০ জন জেলে। পরে গতকাল বেলা ১১টার দিকে হঠাৎ মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা এসে তাঁদের ধরে নিয়ে যায়। এরপর জেলেদের আটকে রেখে ব্যাপক মারধর করার পাশাপাশি জালগুলো কেড়ে নিয়েছে।

আরও পড়ুন

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, মিয়ানমারের নৌবাহিনী ৪টি নৌকাসহ ২০ জন জেলেকে ছেড়ে দিয়েছে। গতকাল রাতে জেলেরা শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসেন। তবে নৌকায় থাকা ছয় লাখ টাকার মূল্যের জাল কেড়ে নিয়েছে। অধিকাংশ জেলেদের শরীরে মারধরের আঘাতের চিহ্ন ছিল। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। জেলেরা সবাই সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা।

আমাদের নৌকাগুলো বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই সাগরে মাছ শিকার করছিল। প্রায় সময় মিয়ানমারের নৌবাহিনীর টহল দলের সদস্যরা এভাবে মারধর করে আসছে বাংলাদেশি জেলেদের।
শামসু আলম, ফেরত আসা জেলে

আজ বিকেলে ফেরত আসা জেলে শামসু আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া গ্রামের কবির মাঝির ছেলে আমির হোসেন, মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বশর ওরফে বাইল্যা, ডাঙ্গারপাড়ার মকবুল আহমেদের ছেলে অলি আহমদ ও আমির হোসেনের ছেলে আমিরুল ইসলামের মালিকানাধীন ৪টি নৌকায় তাঁরা ২০ জন জেলে (প্রতিটিতে ৫ জন করে) সাগরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে মিয়ানমারের নৌবাহিনীর একটি টহল স্পিডবোট এসে অস্ত্রের মুখে তাঁদের ধরে নিয়ে যায়। এরপর জেলেদের খুবই মারধর করে এবং জালগুলো কেড়ে নিয়ে বিকেলের দিকে ছেড়ে দেয়। জেলে শামসু বলেন, তাঁদের নৌকাগুলো বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই সাগরে মাছ শিকার করছিল। প্রায় সময় মিয়ানমারের নৌবাহিনীর টহল দলের সদস্যরা এভাবে মারধর করে আসছেন বাংলাদেশি জেলেদের।

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্ট মার্টিনের একজন নৌকার মালিক বলেন, দুই সপ্তাহ আগেও সেন্ট মার্টিনে দুটি নৌকার জেলেদের ধরে নিয়ে মিয়ানমারের নৌবাহিনী মারধর করে জাল ও মাছ কেড়ে নিয়েছিল।