জাল ভোট দেওয়ার সময় ধরা, যুবকের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আলা উদ্দিন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় এক যুবক ধরা খেয়েছেন। পরে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে উপজেলার পানশি ইউনিয়নের টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আলা উদ্দিন (২৭)। তাঁর বাড়ি একই ইউনিয়নের টিঘর গ্রামে।

পুলিশ ও ভোটকেন্দ্র সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া ১০টার দিকে ইদ্রিস মিয়া নামের এক ভোটারের জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেন আলা উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তাঁকে আটক করে। পরে ইউনিয়নের দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলা উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড, ছয় হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরফিুল হক মৃদুল বলেন, আলা উদ্দিনকে বর্তমানে থানাহাজতে রাখা হয়েছে। আজই তাঁকে জেলা কারাগারে পাঠানো হবে।