জালে ধরা পড়ল বড় দুই কাতলা

বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে
প্রথম আলো

রাজবাড়ীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় দুটি কাতলা মাছ। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক স্থানে কাতলা দুটি ধরা পড়ে। একটির ওজন প্রায় ১৯ কেজি ও অপরটির ওজন সাড়ে ২০ কেজি। এর আগে মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ২৫ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের কার্গোঘাটা এলাকায় পদ্মা নদীতে পাবনার জেলে কৃষ্ণ হালদারে জালে ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। এদিকে পদ্মা ও যমুনার মোহনায় মানিকগঞ্জের হরিরামপুরের জেলে বিকাশ হালদারে জালে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের অপর একটি কাতলা মাছ ধরা পড়ে। আজ বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি করা হয়েছে।

বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে
এম রাশেদুল হক

ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু শেখ দুজনে মিলে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৭৫০ টাকায় কিনে নেন। পরে তাঁরা তাৎক্ষণিকভাবে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন।

এদিকে ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের অপর কাতলাটি দৌলতদিয়া ফেরিঘাটের আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৬ হাজার ১৮০ টাকায় কেনেন। বেশি লাভের আশায় তিনি দেশের বিভিন্ন স্থানে পরিচিতজনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এরপর দুপুরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি ২৮ হাজার ৫০ টাকায় বিক্রি করেন।

বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে
এম রাশেদুল হক

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও মাঝেমধ্যেই বড় বড় রুই, কাতলা, বাগাড়, বোয়ালসহ দেশীয় প্রজাতির বিভিন্ন সুস্বাদু মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা, ঘাইলা ও ব্যাড় জালে ধরা পড়ে। এত বড় মাছ সাধারণত দেশের অন্য নদীতে খুব একটা দেখা যায় না।