জুড়ীতে মন্দিরের তালা ভেঙে চুরি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নে অবস্থিত কুচাই ফাঁড়ি চা-বাগান সর্বজনীন দুর্গামন্দিরের তালা ভেঙে দুর্বৃত্তরা নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, আজ শুক্রবার সকাল আটটার দিকে বাগানের কয়েকজন শ্রমিক মন্দিরের ফটকের তালা ভাঙা দেখতে পান। এ সময় তাঁরা বিষয়টি মন্দির পরিচালনা কমিটির লোকজনকে জানান। পরে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা মন্দিরের ভেতরে ঢুকে পূজার কাজে ব্যবহৃত বেশ কিছু বাসন, পানি তোলার যন্ত্র, মাইক ও ভক্তদের দেওয়া প্রণামির টাকা খোয়া যাওয়ার ব্যাপারে নিশ্চিত হন। পরে বিষয়টি তাঁরা পুলিশকে জানান।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগজ্জীবন নায়েক দাবি করেন, মন্দিরে কোনো সেবায়েত অথবা পাহারাদার নেই। দুর্বৃত্তরা প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে। এ ব্যাপারে তাঁরা থানায় লিখিত অভিযোগ দেবেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সকাল ১০টার দিকে মুঠোফোনে বলেন, মন্দিরে চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।