জুয়ার আসরে ডাকাতের হামলা, আহত ১

অপরাধ
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়ার আসরে ডাকাতের হামলায় একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়ার যমুনার চরে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম আবদুল মান্নান সরকার (৫৫)। তিনি ওই জুয়ার আসার পরিচালনা করছিলেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের লিটন তালুকদার, পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের খোকন মিয়া ও পিংনা নরপাড়া গ্রামের মান্নান সরকার দীর্ঘদিন ধরে পিংনা ইউনিয়নের যমুনার চরে জুয়ার আসর চালিয়ে আসছিলেন। গতকাল রাতে ডাকাত দল হামলা চালিয়ে ও কুপিয়ে মান্নান সরকারকে গুরুতর আহত করে। এ সময় লিটন তালুকদার ও খোকন মিয়াকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে হয়। তাঁরা নদী সাঁতরে চলে আসেন। পরে ডাকাতেরা জুয়ার আসর থেকে টাকা লুট করে।

এ বিষয়ে আহত মান্নানের স্ত্রী রমণী সরকার বলেন, ‘আমার স্বামীকে ডাকতেরা কুপিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম বলেন, আগে থেকে বিষয়টি জানান থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেত।