জেলের জালে ১৫ কেজির কাতলা, ২৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের কাতলা মাছ। পরে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়
প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়। আজ মঙ্গলবার ভোর ৬টায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। কৃষ্ণ হালদার পাবনার ঢালার চর এলাকার বাসিন্দা।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে নদীতে মাছ শিকারে বের হন কৃষ্ণ হালদার। রাতে তেমন একটা মাছ পাননি তাঁরা। ভোরের দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বারপাড়া এলাকায় মোহনায় জাল ফেলেন তিনি। জাল নৌকায় তোলার সময় বড় একটি ঝাঁকি পেলে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে।

পরে জাল তুলে নৌকায় ওঠালে দেখেন একটি বড় কাতলা মাছ পেয়েছেন। পরে মাছটি বিক্রির জন্য সকালে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাট মাছবাজারের আড়তদার সেকেন মোল্লার আড়তে। সেখান থেকে নিলামে ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, মাছটি ওজন দিয়ে দেখেন প্রায় ১৫ কেজি। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করে দেবেন।

জেলে কৃষ্ণ হালদার বলেন, অনেক দিন পর বড় একটি মাছ পেয়েছেন। অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে। মাছের জন্য স্থায়ী অভয়াশ্রম করা গেলে বড় বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।