জ্বর ও শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ

মানিকগঞ্জ
মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকার জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে (আইপিএইচ) পাঠানো হয়েছে।

এ ঘটনায় মৃত ব্যক্তি, প্রতিবেশীসহ তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। দু-তিন দিন ধরে তিনি সর্দি-জ্বরে ভুগছিলেন। কাশির পাশাপাশি তাঁর শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। বুধবার সকাল সাতটার দিকে তিনি মারা যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুন উর রশিদসহ পুলিশ ওই বাড়িতে যান।

মামুন উর রশিদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে স্থানীয়ভাবে মৃত ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য নমুনা ঢাকার ঢাকার আইপিএইচে পাঠানো হয়েছে।

ইউএনও আশরাফুল আলম বলেন, অধিক সতর্কতার সঙ্গে ধর্মীয় রীতি অনুযায়ী ইউনিয়নের একটি কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িসহ দুই প্রতিবেশীর বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।