জ্বর-কাশি নিয়ে নোয়াখালী আসা তরুণের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নোয়াখালীতে নারায়ণগঞ্জফেরত এক তরুণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। গতকাল রোববার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) তাঁর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। গতকাল রাত ১১টায় প্রথম আলোকে তিনি বলেন, রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করে ওই তরুণের বাড়িসহ আশেপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হবে। প্রয়োজনে পুরো ইউনিয়নও লকডাউন করা হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১৪ এপ্রিল জ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে ওই তরুণ নারায়ণগঞ্জ থেকে নোয়াখালী সদর উপজেলার গ্রামের বাড়িতে আসেন। ১৫ এপ্রিল স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়িতে গিয়ে তাঁর নমুনা সংগ্রহ করেন। আজ তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।

ইউএনও মো. আরিফুল ইসলাম সরদার প্রথম আলোকে বলেন, আজ সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিয়ে তিনি ওই এলাকায় যাবেন। আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার নারায়ণগঞ্জের কাছাকাছি ডেমরা থেকে ফেরত এক কলেজছাত্রের (২০) করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি স্থানীয় একটি কলেজে পড়ালেখার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করেন। তাঁর গ্রামের বাড়ি কবিরহাট উপজেলায়।

জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান প্রথম আলোকে বলেন, এ নিয়ে নোয়াখালীতে পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে। বাকি তিনজনের উপসর্গ দেখা দেওয়ার পর নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। তাঁরা চিকিৎসাধীন।