জয়পুরহাটে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের দাবি পুলিশের

হাতকড়া
প্রতীকী ছবি

জয়পুরহাটে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর ইসলাম ওরফে নুরুকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার বিকেলে পৌনে চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।

নুর ইসলাম সদর উপজেলার আরামনগর গ্রামের বাসিন্দা। তিনি জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে ডিবি পুলিশ জানিয়েছে। তবে এক বছর আগে নুর ইসলামকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মাসুদ রেজা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জয়পুরহাট বাটার মোড়ে অভিযান চালায়। পুলিশ দেখে নুর ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। সেখানে তাঁর কাছে ইয়াবা পাওয়া যায়।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নুর ইসলামের কাছ থেকে ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।