জয়পুরহাটে করোনা রোগীর সংখ্যা তিন হাজার ছাড়াল

করোনাভাইরাসের প্রতীকী ছবি

জয়পুরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ করোনায় মারা যাননি। শনাক্তের হার ৩১ দশমিক ২৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়াল।

এ পর্যন্ত মোট ২০ হাজার ৪৭৯টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনার সংক্রমণে ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ২৫৯টি নমুনা পরীক্ষা ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পিসিআর ল্যাবের ৩৭টি মধ্যে ৬ জন ও ২২২ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৭৫ জন রোগী পাওয়া গেছে। আক্কেলপুর উপজেলায় ১৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, কালাই উপজেলায় ২৫ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, ক্ষেতলাল উপজেলায় ১৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, পাঁচবিবি উপজেলায় ৩৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, জেলা আধুনিক হাসপাতালে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন, জয়পুরহাট পৌরসভার বিশেষ ক্যাম্পে ২৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জন শনাক্ত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জনের নমুনা পরীক্ষা কেউ শনাক্ত হয়নি। পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ৬ জন রোগী কোন উপজেলার, সেটি জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।

এদিকে করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে জেলার পাঁচটি পৌরসভা এলাকায় বিধিনিষেধ চলছে। এই পাঁচ পৌরসভা এলাকায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত দোকানপাট, গণপরিবহন চলাচল বন্ধ। এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

জয়পুরহাটের সিভিল সার্জন ওয়াজেদ আলী বলেন, চলতি জুন মাসে নমুনা পরীক্ষা ও শনাক্তের হার দুটোই বেড়েছে। করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।