জয়পুরহাটে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মেঝেতে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরেপ্রথম আলো

জয়পুরহাটে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় সাড়ে ৫০০ রোগী আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ডায়রিয়া ওয়ার্ডের শয্যাসংখ্যা কম হওয়ায় হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে এসব রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৫০ শয্যার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংখ্যা মাত্র আট। হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে হাসপাতালের মেঝেতে রোগীদের জায়গা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আধুনিক হাসপাতালে দেখা যায়, হাসপাতালের মেঝেতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা গাদাগাদি করে বিছানা পেতে শুয়ে আছে। অভিভাবক ও স্বজনেরা রোগীদের পাশে বসে আছেন। এসব রোগীর বেশির ভাগই শিশু। ডায়রিয়ায় আক্রান্ত এক শিশু রোগীর অভিভাবক মাজেদুর রহমান বলেন, তাঁর দুই বছরের মেয়ে গত সোমবার রাত থেকে পাতলা পায়খানা করছে। মঙ্গলবার সকালে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছেন তিনি। হাসপাতাল থেকে ওষুধ দেওয়া হয়েছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মেঝেতে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে
প্রথম আলো

ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র নার্স নাসিমা সুলতানা প্রথম আলোকে জানান, প্রতিদিন গড়ে ৬০ জন ডায়রিয়া রোগী আসছে। এর মধ্যে বেশির ভাগই শিশু। মঙ্গলবার মোট ৫৩ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। জনবল ও শয্যাসংকট থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করেই জয়পুরহাটে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আরও দুয়েক সপ্তাহ রোগী বাড়তে পারে। হাসপাতালে ডায়রিয়া রোগীর কোনো ওষুধ–সংকট নেই বলে তিনি জানিয়েছেন।