জয়পুরহাটে দুই আ.লীগ নেতার স্ত্রীরাই হলেন মহিলা লীগের সভাপতি-সম্পাদক
জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শুরু হওয়া সম্মেলন চলে সন্ধ্যা পর্যন্ত। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে শাম্মিম আজিজ ও সাধারণ সম্পাদক পদে সাবিনা চৌধুরী নির্বাচিত হন।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত সভাপতি শাম্মিম আজিজ জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানের আর সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম সোলায়মান আলীর স্ত্রী।
জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।
বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি এস এম সোলায়মান আলী প্রমুখ।