জয়পুরহাটে ভিজিডির চাল বিক্রি, ১৮ জনের কার্ড বাতিল

অপরাধ
প্রতীকী ছবি

জয়পুরহাটে সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ১৮ জন ভিজিডি সুবিধাভোগীর কার্ড বাতিল করা হয়েছে। ভিজিডির চাল তুলে ব্যবসায়ীর কাছে চাল বিক্রি দেওয়ায় সোমবার রাতে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার সকাল থেকে ধলাহার ইউনিয়ন পরিষদের উপকারভোগীদের মধ্যে ভিজিডি চাল বিতরণ করা হয়। উপজেলার চকবরকত চকউজাল গ্রামের রইচ উদ্দিনের ছেলে চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম উপকারভোগীদের কাছ থেকে ৫৪০ কেজি চাল কেনেন। তিনি ধলাহার ভানাইকুশলিয়া গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে চালগুলো মজুত করে রাখেন। স্থানীয় লোকজন ঘটনাটি প্রশাসনকে জানান। এরপর বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট সদরের ইউএনও সেখানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল ক্রেতা জাহাঙ্গীর আলমকে অর্থদণ্ড দেওয়া হয়। জাহাঙ্গীর জরিমানার টাকা জমা দিয়ে মুচলেকায় ছাড়া পেয়েছেন।

জয়পুরহাট সদরের ইউএনও মিল্টন চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ভিজিডির ৫৪০ কেজি চাল জব্দ করা হয়েছে। চাল বিক্রির অপরাধে ধলাহার ইউনিয়নের ১৮ জন ভিজিডি সুবিধাভোগীর কার্ড বাতিল করা হয়। জব্দ করা চালগুলো ধলাহার ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে।