ঝিকরগাছা পৌরসভায় উৎসবের আমেজে ২১ বছর পর নির্বাচন

শীত উপেক্ষা করে সকাল থেকেই নারী ও পুরুষ ভোটাররা উৎসাহ নিয়ে কেন্দ্রে আসছেন
ছবি: প্রথম আলো

দীর্ঘ ২১ বছর পর যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি স্থানীয় ভোটাররা।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সম্মিলনী বালিকা বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নারী ও পুরুষ ভোটাররা উৎসাহ নিয়ে কেন্দ্রে আসছেন। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই দুই কেন্দ্রের ১২টি বুথে আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে বিএনপি নেতার পোলিং এজেন্ট দেখা গেছে।

সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে
ছবি: প্রথম আলো

সম্মিলনী বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রথম ঘণ্টায় ৬ দশমিক ৬৫ শতাংশ ভোট পড়েছে। সকালে ইভিএম যন্ত্র চালু করতে কিছুটা সময় চলে গেছে। এতে প্রথম ঘণ্টায় কিছুটা কম ভোট পড়েছে। তবে এখন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

প্রসঙ্গত, সব শেষ ঝিকরগাছা পৌরসভায় ২০০১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পৌরসভায় মোট ভোটার আছেন ২৫ হাজার ৯৯৪ জন। এ বছর মেয়র পদে ছয়জন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মোস্তফা আনোয়ার পাশা। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরান হাসান সামাদ। এদিকে কাউন্সিলর পদে ৬৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।