ঝিনাইগাতীতে বনের জমি দখলদারদের হামলায় দুই বনপ্রহরী আহত

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখলদারদের মারপিটে আহত সন্ধ্যাকুড়া বিটের বনপ্রহরী মো. মোস্তফা। আজ সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেপ্রথম আলো

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখলকারীদের হামলায় দুই বনপ্রহরী আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই দুই প্রহরী হলেন বন বিভাগের সন্ধ্যাকুড়া বিটের প্রহরী মো. মোস্তফা (৫৫) ও আরমান আলী (৪৫)। আহতদের মধ্যে মোস্তফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর আরমান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত বাদা গাজীর ছেলে গোলাম মোস্তফা এক মাস আগে সন্ধ্যাকুড়া ফরেস্ট বিটের জমি দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় বন বিভাগের পক্ষ থেকে তাঁকে ঘর নির্মাণে বাধা ও নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু গোলাম মোস্তফা বনের জমিতে পুঁতে রাখা ঘরের খুঁটি সরিয়ে নেননি। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার ভোরে শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ চন্দ্র রায়ের নেতৃত্বে বন বিভাগের কর্মচারীরা গোলাম মোস্তফার পুঁতে রাখা খুঁটিগুলো ও ঘর নির্মাণের সামগ্রী বনের জমি থেকে সরিয়ে দেন।

আজ সকাল আটটার দিকে বনপ্রহরী মোস্তফা ও আরমান আলী হলদিগ্রাম চৌরাস্তা বাজার থেকে বাজার করে মোটরসাইকেলে সন্ধ্যাকুড়া বিট অফিসে ফেরার সময় জমি দখলকারী গোলাম মোস্তফা ও তাঁর লোকজন তাঁদের মোটরসাইকেলসহ জোর করে ধরে নিয়ে যান। গোলাম মোস্তফা তাঁর বাড়িতে নিয়ে ওই দুই বনপ্রহরীকে লোকজনসহ বেদম মারধর করেন।

এ ঘটনার পর আজ সকাল আটটার দিকে বনপ্রহরী মোস্তফা ও আরমান আলী হলদিগ্রাম চৌরাস্তা বাজার থেকে বাজার করে মোটরসাইকেলে সন্ধ্যাকুড়া বিট অফিসে ফেরার সময় জমি দখলকারী গোলাম মোস্তফা ও তাঁর লোকজন তাঁদের মোটরসাইকেলসহ জোর করে ধরে নিয়ে যান। গোলাম মোস্তফা তাঁর বাড়িতে নিয়ে ওই দুই বনপ্রহরীকে লোকজনসহ বেদম মারধর করেন। এতে বনপ্রহরী মোস্তফা ও আরমান গুরুতর আহত হন। তাঁদের কাছ থেকে টাকা ও দুটি মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়। সংবাদ পেয়ে অন্য বনপ্রহরীরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

সহকারী বন সংরক্ষক প্রাণতোষ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় বন কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁরা মৌখিকভাবে জেনেছেন। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর অভিযুক্ত গোলাম মোস্তফার বক্তব্য জানতে তাঁকে একাধিকবার কল করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।