ঝিনাইদহে করোনা সন্দেহে এক তরুণ আইসোলেশনে

সর্দি, জ্বর, কাশি নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক তরুণকে (২২) আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে। তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ থাকতে পারে সন্দেহে এ পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ঢাকার আইইডিসিআরের প্রতিনিধিদল এসে তাঁকে পরীক্ষা করবেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেলিনা বেগম।

শরীরে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ১৪ মার্চ ওই তরুণ শৈলকুপা শহরের নানাবাড়িতে আসেন। এর আগে তিনি চীন থেকে আসা এক তরুণের সঙ্গে ঢাকায় কয়েক দিন কাটিয়েছেন। সর্দি, কাশি ও জ্বর ক্রমেই খারাপের দিকে যায়। এ অবস্থায় আজ সোমবার সকালে তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। হাসপাতাল কর্তৃপক্ষ ওই তরুণের মধ্যে করোনাভাইরাস থাকতে পারে, এমন সন্দেহ করেন। করোনায় আক্রান্ত হওয়ার বেশির ভাগ লক্ষণ তাঁর শরীরে রয়েছে বলে জানান চিকিৎসকেরা।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন জানিয়েছেন, তাঁরা ওই তরুণের শারীরিক অবস্থা দেখে করোনা পজিটিভ হতে পারে সন্দেহ করেন। এ অবস্থায় তাঁকে একটি পৃথক কক্ষে রাখা হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইসোলেশন ইউনিটে রাখার ব্যবস্থা করা হয়েছে।

জেলা সিভিল সার্জন সেলিনা বেগম জানান, এখনই ওই তরুণকে রোগী বলা যাচ্ছে না। তবে স্বাস্থ্য বিভাগের সন্দেহ হওয়ায় তাঁকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে লোকজন এসে পরীক্ষা করার পর বোঝা যাবে কী অবস্থা। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এলাকায় করোনায় ‘আক্রান্ত তরুণ’ পাওয়া গেছে—এ খবর জানাজানি হওয়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে বাজারে লোকজন কমে এসেছে।