ঝিনাইদহে কোভিডে এক ব্যক্তির মৃত্যু

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ঝিনাইদহে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুনীল বিশ্বাস (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ঝিনাইদহ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ২১ আগস্ট করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সুনীল ঝিনাইদহ পৌর এলাকার হামদহ নতুন পল্লীর মৃত সত্যপদ বিশ্বাসের ছেলে।ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল হামিদ খান বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কমিটির সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে সুনীলের লাশ মহিষাকুন্ডু শ্মশানে সৎকার করেছেন। এ পর্যন্ত করোনার উপসর্গ ও কোভিডে আক্রান্ত ৫৩ জনের লাশ দাফন ও সৎকার করেছে এ কমিটি।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সুনীলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ২৬ আগস্ট তাঁর করোনা শনাক্ত হয়। পরে তাঁকে ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি মারা যান।

সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, বয়সের কারণে সুনীলের কিছু জটিলতা থাকতে পারে। তবে তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।