ঝুঁকি হয়ে দাঁড়িয়ে আছে মরা সেগুন গাছটি

বগুড়ার আদমদীঘিতে উপজেলা ভূমি অফিসের সামনে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকা সেগুন গাছ
প্রথম আলো

বগুড়ার আদমদীঘিতে ড্রেন নির্মাণ প্রকল্পের কারণে কাটা পড়ে একটি সেগুন গাছের শিকড়। ফলে গাছটি মরে যায়। মরা গাছটি উপজেলা ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় এটি পড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সরকারি নিয়ম মেনে গাছ কাটতে দেরি হচ্ছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের তালশন মাগুরপট্টি থেকে আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দিয়ে ড্রেন নির্মাণ করার প্রকল্প হাতে নেওয়া হয়। সেখানকার আইপিজে বিদ্যালয়ের কিছু গাছ এই ড্রেন নির্মাণ করতে গিয়ে কেটে ফেলা হয়। কিন্তু ড্রেনটির নির্মাণকাজ উপজেলা ভূমি কার্যালয়ের সামনে গিয়ে আটকে যায়। বাধা হয়ে দাঁড়ায় সেখানে থাকা একটি সেগুন গাছ। বিদ্যালয়ের গাছগুলো ছোট হওয়ায় খুব সহজেই কেটে ফেলা সম্ভব হয়। তবে ভূমি কার্যালয়ের সামনের গাছটি কাটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গাছটির শিকড় কেটে ড্রেনের কাজ শেষ করা হয়। কিন্তু শিকড় কাটার ফলে গাছটি মরে গিয়ে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে।

এ ব্যাপারে গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক গণমাধ্যমকর্মীদের বলেন, তাঁর কার্যালয়ের সামনে বিপজ্জনক অবস্থায় থাকা গাছটি আইনকানুন মেনে কেটে ফেলার সিদ্ধান্ত পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পত্র দেওয়া হয়েছে। এখনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। সিদ্ধান্ত পাওয়া গেলে গাছটি অপসারণ করা হবে।