ঝোলা গুড়ে চিনি ও চুন মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুরের গুড়

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ঝোলা গুড়ের সঙ্গে চিনি ও চুন মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে আজ মঙ্গলবার তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার শিকার ব্যক্তিরা হলেন হাপানিয়া গ্রামের শিমুল হোসেন ও রমজান আলী এবং গোপীনাথপুর মজমপাড়া গ্রামের সকেল উদ্দিন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল তাঁদের দণ্ড দেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, হরিরামপুরের বিভিন্ন গ্রামে ঝোলা গুড়ের সঙ্গে চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল, এমন অভিযোগের ভিত্তিতে আজ ভোরে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশে বিভিন্ন গ্রামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ওই তিন ব্যক্তির বাড়িতে ১০ মণ ভেজাল খেজুরের গুড় জব্দ করা হয়। এ অপরাধে শিমুলকে ৪ হাজার, রমজানকে ১০ হাজার ও সকেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জব্দ করা ১০ মণ ভেজাল গুড় বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।