ঝোড়ো বাতাসে গাছের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

নীলফামারীতে ঝোড়ো বাতাসে গাছের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন অটোরিকশাচালক এনতাজুল হক (৫৩) ও তাঁর স্ত্রী মোমেনা খাতুন (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় চার বছরের নাতি মুজাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ছিলেন এনতাজুল হক ও তাঁর স্ত্রী মোমেনা খাতুন। রাত ১২টার দিকে আম ও মেহগনিগাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়ে ওই দম্পতি মারা যান। তবে বেঁচে গেছে শিশু মুজাহিদ।

এনতাজুল হকের বড় ছেলে মোমিনুর রহমান বলেন, তারাবিহর নামাজ শেষে তাঁর চার বছরের ছেলে মুজাহিদকে নিয়ে মা–বাবা ঘরে শুয়ে পড়েন। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়। মা–বাবার ঘরের পেছনে থাকা পুরোনো আম ও মেহগনিগাছ দুটি উপড়ে ঘরের ওপর পড়ে। এতে তাঁরা গাছ ও ঘরের নিচে চাপা পড়েন। প্রতিবেশীদের সহযোগিতায় বাবা ও মাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বলেন, নিহত এনতাজুল হক পেশায় অটোরিকশাচালক ছিলেন। তাঁর স্ত্রী মোমেনা খাতুন গৃহিণী ছিলেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, আম ও মেহগনিগাছবেষ্টিত ছিল ঘরটি। রাতে ঝড়ে দুটি গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এতে ওই দম্পতি মারা যান।