ঝোড়ো বাতাসে দৌলতদিয়া-পাটুরিয়ায় দেড় ঘণ্টা বন্ধ ছিল লঞ্চ চলাচল

ফেরিতে ওঠার অপেক্ষায় যানবাহন। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে
প্রথম আলো

কালবৈশাখীর কারণে নদী উত্তাল হওয়ায় আজ মঙ্গলবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দেড় ঘণ্টার বেশি সময় লঞ্চ চলাচল বন্ধ ছিল। ফেরি চালু থাকলেও তা ওই সময়ের জন্য সীমিত পরিসরে সতর্কতার সঙ্গে চলাচল করছিল।

বিষয়টি নিশ্চিত করে আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার মিলন বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে মুষলধারে বৃষ্টির সঙ্গে বাতাস হলে নদী উত্তাল হয়ে ওঠে। ওই সময় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে ঝড়বৃষ্টির পরিমাণ কমে এলে দেড় ঘণ্টা পর আবার লঞ্চ চালু করা হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে মুষলধারে বৃষ্টির সঙ্গে বাতাস হলে নদী উত্তাল হয়ে ওঠে। ওই সময় দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঢাকামুখী ও ঢাকাফেরত যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। তাঁরা লঞ্চঘাট থেকে ঘুরে ফেরিঘাটে গিয়ে নদী পার হন। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে ফেরিতেও যাত্রী পারাপার ব্যাহত হয়। ওই সময় সীমিত পরিসরে সতর্কতার সঙ্গে ফেরিগুলো যানবাহন পারাপার অব্যাহত রাখে।

নুরুল আনোয়ার মিলন বলেন, মঙ্গলবার ভোর থেকেই মুষলধারে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। মাঝে কিছুক্ষণ বিরতির পর সকাল ৮টা থেকে আবার মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস শুরু হলে নদী উত্তাল হয়ে ওঠে। এ কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নদী পাড়ি দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন পরিবহনের যাত্রীদের ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে নদীতে স্বাভাবিক অবস্থা বিরাজ করলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয় বলে তিনি জানান।