টঙ্গীতে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ আসতে শুরু করেছেন। গতকাল সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের প্রবেশপথে।  ছবি: প্রথম আলো
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ আসতে শুরু করেছেন। গতকাল সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের প্রবেশপথে। ছবি: প্রথম আলো

চার দিনের বিরতির পর আজ শুক্রবার থেকে গাজীপুরের টঙ্গীতে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে তুরাগ নদের পারে আবারও সমবেত হয়েছেন লাখো মুসল্লি। এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব।

প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছিলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসছেন মুসল্লিরা। বাস, ট্রাক, পিকআপ থেকে মাথায় ও কাঁধে ব্যাগ, পোঁটলা হাতে নামছেন মুসল্লিরা।

ইজতেমা আয়োজনে গাজীপুরের জেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে গতকাল কয়েকজন মুসল্লি পানি সমস্যার কথা জানিয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘পানির ব্যবস্থা আগেরটাই থাকবে। তবে মুসল্লিরা যাতে পানিসংকটে না ভোগেন, সে জন্য বাইরে পানি মজুত রাখা হবে। আর প্রথম পর্বে মাইকের যে সমস্যা ছিল, আশা করছি এবার তা হবে না।’