টঙ্গীর বস্তিতে আগুন, পুড়েছে ১২টি ঘর

আগুনে পুড়ে যাওয়া ঘর। আজ বুধবার সন্ধ্যায় টঙ্গীর নামাবাজার বস্তিতে
প্রথম আলো

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার নামাবাজার বস্তিতে আজ বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বস্তির ১২টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নামাবাজার বস্তিতে কয়েক শ পরিবার বাস করে। সন্ধ্যা ছয়টার দিকে বস্তির একটি ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তা আগুনে রূপ নেয়। এলাকাবাসী ও বস্তির লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, টঙ্গীর তিনটি ও উত্তরার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে বস্তির ১২টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বস্তির পাশের স্বর্ণকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।