টাঙ্গাইলে করোনার সংক্রমণ বাড়ছে, এক দিনে শনাক্ত ১৪৫

করোনাভাইরাসের প্রতীকী ছবি

টাঙ্গাইলে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে করোনার উপসর্গ নিয়ে ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মারা গেছেন।

জেলার স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এক সপ্তাহ ধরে জেলায় আক্রান্তের হার ৩০ শতাংশের ওপরে রয়েছে। সোমবার ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ । মঙ্গলবার ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৩৬ শতাংশ। বুধবার ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪০। বৃহস্পতিবার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১০ শতাংশ। শুক্রবার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ২৮ শতাংশ।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ এপ্রিল। এরপর শুক্রবার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হলো। এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭০ জন। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৮৬ জন ও মারা গেছেন ৯৬ জন।

সদর উপজেলায় সংক্রমণ বেশি
গত ১৮ দিনে জেলায় ৯৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। শুক্রবার আক্রান্ত ১৪৫ জনের মধ্যে সদর উপজেলায় ৮২ জন, সখীপুরে ৪ জন, মির্জাপুরে ৯ জন, কালিহাতীতে ৩৪ জন, ভূঞাপুরে ২ জন এবং ধনবাড়ীতে ১৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, এক মাস ধরে জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। বিশেষ করে এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপ করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। আগামী রোববার এ নিয়ে জেলা করোনার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হবে।

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ইউপি চেয়ারম্যান
ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (৫৩) করোনার উপসর্গ নিয়ে শুক্রবার সকালে মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান খান জানান, জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ ছিল নজরুল ইসলামের। তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। পরীক্ষার জন্য তিনি বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন।