টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম কালীপদ দাস (৮৭)। তিনি উপজেলার শিংগাটা এলাকার বাসিন্দা।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তিনি করোনার প্রতিরোধে টিকার সব ডোজ নিয়েছিলেন। জেলায় করোনায় সংক্রমণের হার আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আটটি নমুনা পরীক্ষা করে নতুন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ শতাংশ। সিভিল সার্জন জানান, বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ কারণে সংক্রমণের হার বাড়ছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গত ২৪ ঘণ্টায় দেশে (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৮০ জনের।

২০ দিন মৃত্যুহীন থাকার পর ২০ জুন করোনায় একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর পর থেকে টানা চার দিন করোনায় একজন করে মৃত্যু হয়। আগের ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সেখানে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হলো।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৭। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ১৮। এ সময় ১ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।