টাঙ্গাইলে ট্রাকের ওপর ঢেউটিনের চাপায় নিহত তিন

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ট্রাকের ওপর ঢেউটিনে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫) ও মো. শাহআলম (৩২)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, উত্তরবঙ্গগামী ঢেউটিনভর্তি একটি ট্রাক বিকেলে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের চর বাবলা এলাকায় পৌঁছালে অপর একটি ট্রাক হঠাৎ ব্রেক করে থেমে যায়। এতে ঢেউটিনভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে যাওয়া ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় প্রচণ্ড ঝাঁকুনিতে ঢেউটিনের ওপর থাকা আরোহীরা ট্রাকের ফাঁকা জায়গায় পড়ে যান। এ সময় ঢেউটিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

টিনভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে যাওয়া ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় প্রচণ্ড ঝাঁকুনিতে টিনের ওপর থাকা আরোহীরা ট্রাকের ফাঁকা জায়গায় পড়ে যান। এ সময় টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত তিনজনের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। পুলিশ টিনভর্তি ট্রাকটি আটক করেছে। অপর ট্রাকটি পালিয়ে যায়।