টাঙ্গাইলে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থীর নির্বাচনী কার্যালয় বৃহস্পতিবার রাতে ভাঙচুর করা হয়েছে। গতকাল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায়।
ছবি: প্রথম আলো

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া স্টেডিয়াম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানতে চাইলে রিটার্নিং আজ শুক্রবার বিকেলে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান প্রথম আলোকে বলেন, কাল শনিবার ধনবাড়ী পৌরসভা নির্বাচন। তাই তিনি সেখানে আছেন। টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচনী কার্যালয় ভাংচুর হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট। এতে বিএনপি ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী এস এম সিরাজুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবদুল কাদের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির প্রার্থী মাহমুদুল হক বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের ওই নির্বাচনী কার্যালয়ে তাঁর কোনো নেতা-কর্মী ছিলেন না। এ সুযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন রশীদ আকন্দের নেতৃত্বে ২০-২৫ জন নৌকা মার্কার স্লোগান দিয়ে হামলা করে কার্যালয়টি ভেঙে ফেলেন। হামলাকারীরা কুপিয়ে অফিসের খুঁটি, তাঁবু কেটে ফেলেন। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশীদ আকন্দ ওই হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁকে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।

৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট নেওয়া হবে। এতে বিএনপি ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী এস এম সিরাজুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবদুল কাদের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।