টাঙ্গাইলে রেললাইনে ফাটল, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গালের কালিহাতী উপজেলার মসিন্দা এলাকায় ঢাকা–বঙ্গবন্ধু সেতু রেললাইনে ফাটল সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে সেখানে মেরামতের কাজ করেন রেলের কর্মীরা
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের কালিহাতীর মসিন্দা এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এ কারণে রোববার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-বঙ্গবন্ধু রেলপথের ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর ওই রেলপথ দিয়ে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে থাকে।

মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানান, সকাল ৬টায় কাজে আসার পর তিনি রেললাইনের লোহার পাতে ছয় ইঞ্চি ফাটল দেখতে পান। পরে তা তিনি কর্তৃপক্ষকে জানান।

টাঙ্গাইল স্টেশনের মাস্টার মো. শাহীন মিয়া জানান, এ খবর পাওয়ার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি যাত্রা বন্ধ রাখা হয়। এক ঘণ্টা পর ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। জয়দেবপুর থেকে প্রকৌশল বিভাগের লোকজন এসে মেরামতকাজ করছেন। আজকের মধ্যেই মেরামতকাজ শেষ হবে। এ সময় দুর্ঘটনা এড়াতে ওই স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।

টাঙ্গাইলের কালিহাতীর মসিন্দা এলাকা দিয়ে ঢাকা-বঙ্গবন্ধু রেলপথের ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব ট্রেন চলাচল করে।