টিকটকার যখন ছিনতাইকারী

ফারজানা বেগম
ছবি: সংগৃহীত

পুলিশের খাতায় মামলা রয়েছে ছিনতাইয়ের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পরিচিত তিনি টিকটকার হিসেবে। নাম তাঁর ফারজানা বেগম। নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ফারজানা টিকটক ও লাইকি করেন। কিন্তু তিনি মূলত একজন ছিনতাইকারী।

কিশোরদের নিয়ে তাঁর নিজস্ব একটি ছিনতাইকারী দল আছে। তিনি ছেলেমেয়েদের কাছ থেকে আলাদা কৌশলে ছিনতাই করেন। ফারজানা একা চলাচলরত কোনো ছেলেকে প্রথমে টার্গেট করেন। এরপর ঠিকানা জিজ্ঞাসা করার নামে তাঁকে থামান। ছেলে থামলেই ছুরি দেখিয়ে তাঁর কাছে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলেন নতুবা তাঁর বিরুদ্ধে ইভ টিজিং ও যৌন হেনস্তার অভিযোগ আনার হুমকি দেন। এতে ভয়ে সবকিছু দিয়ে দেন ছেলেরা। আর মেয়েদের ঠিকানা জিজ্ঞাসা করার ভান করে থামান। এরপর ছুরির ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেন।

ওসি মহসীন আরও বলেন, ফারজানার স্বামী রুবেল দুই দিন আগে এলজি, ছুরিসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে রিমান্ডে। ১১ মামলার আসামি রুবেল বর্বর প্রকৃতির ছিনতাইকারী। তিনি মেয়েদের গলার চেইন, কানের দুল ছিনতাই করেন।