টিকা নিতে পেরেছেন সেই স্কুলশিক্ষক লক্ষ্মীকান্ত রায়

লালমনিরহাট সদর হাসপাতালে শনিবার দুপুরে টিকা গ্রহণ করেন স্কুলশিক্ষক লক্ষ্মীকান্ত রায়
প্রথম আলো

অকার্যকর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সচল হওয়ার পর করোনাভাইরাসের টিকা নিয়েছেন লালমনিরহাটের স্কুলশিক্ষক লক্ষ্মীকান্ত রায়। আজ শনিবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে তিনি টিকা গ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীকান্ত রায়ের এনআইডি সচল করে নির্বাচন কমিশন। ওই রাতেই তিনি এনআইডি নম্বর ব্যবহার করে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য নাম নিবন্ধন করেন।

লক্ষ্মীকান্ত রায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা গ্রামের মৃত হিরম্ব চন্দ্র রায়ের ছেলে। তিনি উপজেলার আদিতমারীর বালাপুকুর উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

লক্ষ্মীকান্ত রায়কে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেয় নির্বাচন কমিশন। এতর ২০১৪ সালের ৩ জুন লক্ষ্মীকান্ত রায় মৃত্যুবরণ করেছেন বলে উল্লেখ করা হয়।

এ কারণে লক্ষ্মীকান্ত রায় জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেননি। একই কারণে তিনি কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে পারছিলেন না। প্রতিকার পেতে তিনি গত ২২ ফেব্রুয়ারি লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। বিষয়টি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘ভারতে যা সিনেমা, তা লালমনিরহাটে বাস্তব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নির্বাচন কমিশন লক্ষ্মীকান্ত রায়ের অকার্যকর জাতীয় পরিচয়পত্রটি সচল করার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।