টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে নিয়াত আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর-তারাগুনিয়া থানা মোড় সড়কের স্বরূপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়াত আলীর বাড়ি তারাগুনিয়া শালিমপুর গ্রামে এবং তিনি পেশায় লন্ড্রি দোকানি ছিলেন।

দৌলতপুর থানা–পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়াত আলী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনার টিকা নেওয়ার পর ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। দৌলতপুর-তারাগুনিয়া থানা মোড় সড়কের স্বরূপপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইডে দিতে গিয়ে ইজিবাইক উল্টে যায়। এতে নিয়াত আলী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নিয়াত আলীকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে নিয়াত আলী নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। কোনো অভিযোগ ও আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।