টিলা কেটে তিন লাখ টাকা জরিমানা দিলেন তাঁরা

টিলার মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আজ সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জফরপুরে
প্রথম আলো

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার দায়ে দুই ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার জফরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিলার মাটি কাটার প্রমাণ পেয়ে বদরুল ও ইসলাম নামের দুই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও শামীম আল ইমরান সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পাহাড়-টিলা কাটা বন্ধে আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।