টেকনাফে অপহৃত রোহিঙ্গা নাগরিক উদ্ধার

অপহরণের শিকার রোহিঙ্গা যুবক আমির হোসেনকে উদ্ধার করেন এপিবিএনের সদস্যরা। বুধবার সকালে চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবিরে
সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অপহৃত আমির হোসেন (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আমির হোসেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে।

আজ বুধবার সকালে চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি ব্লকের একটি স্কুলের ভেতর থেকে আমিরকে উদ্ধার করা হয়। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেদায়েতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হেদায়েতুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শরণার্থী শিবিরের ডি-ব্লকের বাসিন্দা আমির হোসেনকে অপহরণ করে ব্লক সি-৫ এলাকার একটি স্কুলে বেঁধে রাখা হয়। খবর পেয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে একটি দল ওই এলাকায় যায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে অপহৃত রোহিঙ্গা যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আমির হোসেনের বরাত দিয়ে হেদায়েতুল ইসলাম বলেন, অপহরণকারীরাও রোহিঙ্গা নাগরিক। তাদের কাছে অস্ত্র রয়েছে। অপহরণের পর আমিরকে প্রচুর মারধর করা হয়। তিনি বর্তমানে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসাধীন।