টেকনাফে প্রতিপক্ষের গুলিতে ‘ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় আজ সোমবার বিকেলে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ তৈয়ব (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রঙ্গিখালী এলাকার দুদু মিয়ার ছেলে।

পুলিশের দাবি, তৈয়ব ‘ডাকাত বাহিনী’ আবুল কালাম বাহিনীর সদস্য। তাঁর নামে টেকনাফ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা বলেন, বেলা সাড়ে তিনটার দিকে রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রঙ্গিখালী এলাকার আবুল কালাম ও গিয়াস উদ্দিন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই বাহিনীর মধ্যে প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটে। এ দুটি বাহিনীর প্রত্যেক সদস্যের নামে থানায় ডাকাতি, চাঁদাবাজিসহ ১০ থেকে ১২টি করে মামলা রয়েছে। এলাকায় বাহিনীগুলো ‘ডাকাত বাহিনী’ নামে পরিচিত।

পুলিশ জানায়, বেলা সাড়ে তিনটার দিকে রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মুদির দোকানে চেয়ারে বসে ছিলেন তৈয়ব। ওই সময় গিয়াস উদ্দিন বাহিনীর কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌঁছে তৈয়বকে লক্ষ্য করে একাধিক গুলি চালান। এতে ঘটনাস্থলে তৈয়বের মৃত্যু হয়।