টেকনাফে বস্তাভর্তি ইয়াবা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে তিনটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি তাজা কার্তুজ ও ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম আলীখালীর ঠাকুরের পাহাড়ের এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জাফর আলম ওরফে কালাবুলু (৩০)। তিনি ওই এলাকার নুরুল কবিরের ছেলে। র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি টেকনাফের শাহ আলম ডাকাত গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং অস্ত্র ও মাদক ব্যবসায়ী।

র‍্যাব জানায়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, পশ্চিম আলীখালীর ঠাকুরের পাহাড়ের এলাকায় এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ মাদক বিক্রির জন্য অপেক্ষা করছেন। পরে র‍্যাব ওই এলাকায় অভিযানে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জাফর আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‍্যাব তাঁকে আটক করেন। এ সময় তাঁর হাতে থাকা একটি বস্তার ভেতর থেকে তিনটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি তাজা কার্তুজ ও ১৮ হাজার ইয়াবা উদ্ধার করে।

র‍্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, জাফর আলমকে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।