টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সদস্য নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় টেম্পু-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আশরাফুল আলম (৪০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার বেলা একটার দিকে চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন।

নিহত আশরাফুল আলম ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি পশ্চিম চর উমেদ গ্রামের মাহে আলমের ছেলে। আহত ব্যক্তি হলেন মো. মনির হোসেন (৩২)। তিনি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য আশরাফুল আলম দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক ও ব্যবসায়িক কাজে মনির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে চরফ্যাশনে যান। চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকায় একটি টেম্পুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আহত মনির হোসেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, ইউপি সদস্য আশরাফুল আলমের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। দুর্ঘটনার পর টেম্পুটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।