ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা নিহত, ছেলেসহ দগ্ধ ৪

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন তাঁর ছেলেসহ অপর চারজন। শুক্রবার ভোরে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের বাজার এই ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম জহির উদ্দিন। তিনি ওই নৌকার মাঝি ও নিকলী সদর ইউনিয়নের মগলহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন জহির উদ্দিনের ছেলে বা‌প্পি (১৩), নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম (২৫), নিকলী মীরহা‌টি গ্রামের ইসরাফিলের ছেলে তারেক মিয়া (১৬) ও জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জ‌হির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৬)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সি‌দ্দিকী বলেন, বৃহস্পতিবার উপজেলার সিংপুর বাজারে এক দিনের মেলা ছিল। মু‌ড়িমুড়‌কিসহ নৌকা নিয়ে মেলায় যান জহির উদ্দিন, তাঁর ছেলে ও অন্য লোকজন। মেলা শেষে পাঁচজন বাজার ঘাটে ধনু নদে নৌকায় ঘুমিয়ে পড়েন। আজ ভোরের দিকে কয়েলের আগুন থেকে নৌকায় আগুন লাগে। সেই আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন নৌকার মা‌ঝি জহির উদ্দিন। দগ্ধদের প্রথমে বা‌জিতপু‌রের জহুরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।