ট্রলারের পাখায় লেগে আহত যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারে পাখায় লেগে গুরুতর আহত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার আট দিন পর রোববার রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই যুবকের নাম মো. সিরাজুল ইসলাম (৩৫)। তিনি চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর ভাটার সময় ভোলার তজুমদ্দিন মেঘনা নদীর চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেলের দক্ষিণে দুলাল বাজারের খালের কাছে ডুবোচর দখল করে দুলাল মাঝির নেতৃত্বে এক দল জেলে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় ট্রলারের পাখা লেগে সিরাজুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকার ধানমন্ডি নর্দান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অবৈধ জাল দিয়ে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে জেলেদের দলটি মেঘনায় মাছ ধরে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ওই যুবকের মৃত্যুর বিষয়টি জানিয়ে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ডুবোচর দখল করে খরছি জাল পাতা সম্পূর্ণ বেআইনি। তবে সিরাজ খরছি জাল পাততে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন কি না তা তিনি জানেন না।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।