ট্রলির ধাক্কায় ছেলে নিহত, বাবা হাসপাতালে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

শেরপুরের নকলা উপজেলায় ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের আরোহী ৯ বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এতে আহত হয়েছেন তাঁর বাবা। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে উপজেলার জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ছেলের নাম মো. তানভীর (৯)। সে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া কামারিয়াপাড়া গ্রামের আবদুল হালিমের (৪০) ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আবদুল হালিম হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে আবদুল হালিম তাঁর ছেলে তানভীরকে নিয়ে একটি ভ্যানে চড়ে আন্ধারিয়া কামারিয়াপাড়া গ্রামের বাড়ি থেকে নকলায় যাচ্ছিলেন। জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি পেছন থেকে অটোরিকশাচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যায়। গুরুতর আহত হন তাঁর বাবা।

দুপুরে নকলা থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার ভৌমিক বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।