ট্রাক উল্টে খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে এক গরু ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার চন্দ্রা এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় এলাকার জালাল আহমেদের ছেলে মনির হোসেন ওরফে হৃদয় (২৬) ও জয়পুরহাট সদরের জয়পট্টি এলাকার বুলু মিয়ার ছেলে আমজাদ হোসেন (৫০)। নিহত আমজাদ গরু ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আমজাদ হোসেন গরু নিয়ে ঢাকায় গিয়ে বিক্রি করে গ্রামের বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় একটি রডবোঝাই ট্রাকের ওপরে ওঠেন। আজ ভোরে চন্দ্রা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী আজমাদ ও ট্রাকচালকের সহযোগী হৃদয় মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে।
কোনাবাড়ী (সালনা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।