ট্রাক ঘরে ঢুকে চাপা দিয়ে মারল ঘুমন্ত ব্যক্তিকে

পাবনায় সড়ক থেকে ট্রাক ঢুকে পড়ে ঘরে। আজ বৃহস্পতিবার সকালে জেলার চাটমোহর উপজেলার বল্লভপুর গ্রামে
ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে আলুভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের কুঁড়েঘরে ঢুকে পড়ে। ট্রাকটি ঘুমন্ত এক ব্যক্তিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামে চাটমোহর-মান্নানগর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লিটন সরকার (৩২)। নিজের বাড়ি না থাকায় তিনি সড়কের পাশে কুঁড়েঘর তৈরি করে থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে আলুবোঝাই ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে চাটমোহর-মান্নানগর সড়কের বল্লভপুরে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি সড়কের পাশের কুঁড়েঘরে ঢুকে যায়। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা লিটন সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটমোহর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে ঘরের বাইরে থাকায় রক্ষা পান তাঁর স্ত্রী ও ছেলে।

এই খবরের সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় এ ঘটনা ঘটেছে।