ট্রাক-ট্রলির সংঘর্ষে চালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের সঙ্গে ইট ভাঙার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর এক শ্রমিক। আজ রোববার সকালে উপজেলার লখপুর বাসস্ট্যান্ডের কাছে বাগেরহাট-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালকের নাম বেল্লাল মোল্লা (২২)। তিনি খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামের কালাম মোল্লার ছেলে। আহত শ্রমিকের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া পণ্যবাহী একটি ট্রাক আজ রোববার সকাল নয়টার দিকে লখপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ইট ভাঙার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক বেল্লাল মোল্লা মারা যান। এ সময় ওই ট্রলিতে থাকা একজন শ্রমিক আহত হন। আহত শ্রমিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আটক করা হয়েছে ট্রাকসহ চালককে।