ট্রাকচাপায় প্রাণ গেল দুই প্রকৌশলী বন্ধুর

প্রতীকী ছবি

ভোলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রকৌশলী বন্ধু প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। এর আগে বেলা তিনটার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা বোর্ডের ঘর এলাকায় ভোলা-ইলিশা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন কল্পচন্দ্র দে (২৫) ও অনিক চন্দ্র দে ওরফে বাপ্পি (২৫)। তাঁরা দুজনই টেক্সটাইল প্রকৌশলী। নিহত কল্পচন্দ্র দের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামে। আর অনিক চন্দ্রের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনেরা বলেন, শুক্রবার দুপুরে দুই বন্ধু একসঙ্গে হোটেলে ভাত খেয়ে মোটরসাইকেলে করে ইলিশা লঞ্চঘাটের দিকে রওনা হন। বাপ্তা বোর্ডের ঘর এলাকায় মইয়ে চড়ে ওয়াইফাই ক্যাবল ব্যবসায়ীদের একজন কর্মী কাজ করছিলেন। তাঁকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিটুমিনবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বিটুমিনবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।