ট্রাকচাপায় সড়কের পাশে দাঁড়ানো মাইক্রোবাসচালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩০) নামের এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াটার দিকে উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাসচালক শফিকুল ইসলাম (৩০) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পাকিজা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মাইক্রোবাসচালক গ্যাস নেওয়ার জন্য আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে থামেন। তিনি গাড়ি রেখে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক (চট্ট-মেট্রো শ-১১-২৩৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর সেখানে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসচালক শফিকুল ইসলামকে চাপা দেয়। এতে শফিকুল ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জের দমকল বাহিনীর পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমীর উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।