ট্রাকচালকের অসাবধানতায় প্রাণ গেল সহকারীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চালকের অসাবধানতায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন সহকারী আল আমিন হোসেন (১৮)। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন জীবননগর উপজেলার মনোহরপুর আবাসন এলাকার মছের আলীর ছেলে। জীবননগর থানার পুলিশ আইনি পদক্ষেপ নিতে লাশ উদ্ধার করে থানা চত্বরে নেয়। তবে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাতে লাশ হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জীবননগর থানার পুলিশ জানায়, গতকাল রাত একটার দিকে ট্রাকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় রাখা ছিল। চালকের সহকারী আল আমিন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় চালক ট্রাকটিকে পেছনের দিকে (ব্যাক গিয়ারে) চালালে সহকারী চাকার নিচে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী আল মাসুম তাঁকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।