ট্রাকে আটকা পড়া চালক-সহকারীর লাশ ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চারালকান্দি ইউটার্ন এলাকায় কনটেইনারবাহী একটি লরিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত হন। আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মাহবুবুল আলম (৩৬) ও হাবিল উদ্দিন (২১)। মাহবুবুল ট্রাকের চালক ও হাবিল উদ্দিন তাঁর সহকারী ছিলেন। তাঁদের দুজনের বাড়ি নওগাঁ জেলায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, কনটেইনারবাহী চট্টগ্রামমুখী লরিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহত দুজন ট্রাকের ভেতরে আটকা পড়েছিলেন। খবর পেয়ে নিহত দুই ব্যক্তির লাশ এক ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

বারো আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, রাতে ইউটার্ন এলাকায় লরিতে দাঁড়িয়েছিল। এ সময় নওগাঁ থেকে আসা চালবোঝাই ট্রাকটি লরির পেছনে ধাক্কা দেয়। নিহত দুই ব্যক্তির স্বজনেরা লাশ নিতে এলে তাঁদের বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় লরি–ট্রাক আটক করেছেন বলে জানান তিনি।