ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলের আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে নজির আহমদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ আজ বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির আহমদ উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের সিরাজ আলীর ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে জগন্নাথপুর বাজার থেকে নজির মোটরসাইকেল চালিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে রসুলগঞ্জ বাজারে একটি ট্রাক্টর ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক্টর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।