ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের দুই ছাত্রের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রাকের ধাক্কায় দুই ছাত্র নিহত হয়েছেন। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ সড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি মহল্লার সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (১৯) ও আরামবাগ মহল্লার মো. সেলিমের ছেলে মোস্তাফিজুর রহমান (১৮)।

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শহীদুল ইসলাম ও সেতুর টোলঘরের কর্মচারীরা বলেন, একই বাইসাইকেলে করে মিনারুল ও মোস্তাফিজুর ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই ট্রাক পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তাঁরা। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁরা মারা যান।

শিক্ষক শহীদুল ইসলাম বলেন, মিনারুল ও মোস্তাফিজুর চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পলাতক। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই ছাত্রের লাশ হস্তান্তর করা হয়েছে।