ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী ৩ ভাইবোনের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অপর একজন। মারা যাওয়া তিনজনই ভাইবোন। শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার রাঙ্গালিয়া গ্রামে টেবুনিয়া-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ইমরান হোসেন (১৮), ইমন হোসেন (১৬) ও তাঁদের চাচাতো বোন সুম্মা খাতুন (৮)। আহত অপরজন হলেন নূপুর আক্তার (২৮)। তিনি নিহত ইমরান ও ইমনের চাচি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চারজন একসঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে সুন্নতে খতনার দাওয়াতে যাচ্ছিলেন। গ্রামের রাস্তা থেকে ভ্যানটি আঞ্চলিক সড়কে উঠতে গেলে পাথরভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী তিন ভাইবোন মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নূপুর আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

ঘটনাস্থল থেকে ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল কাদের প্রথম আলোকে বলেন, দ্রুতগামী ট্রাকটির ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের ধরতে অভিযান চালানো হচ্ছে।